Subscribe Us

Ads Here

Thursday, May 27, 2021

ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে কতটা সক্ষম Covaxin?

কোভিড সংক্রমণ রুখতে দেশজুড়ে গণটিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র। কিন্তু ভারত বায়োটেকের কোভ্যাক্সিন  নিয়ে দেশজুড়ে বিতর্ক দানা বেঁধেছে। কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, টিকার তিন দফার ট্রায়াল শেষ হওয়ার আগেই তা ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছিল। এবার সেই তৃতীয় দফার ট্রায়ালের ফলাফল প্রকাশ্যে। স্পষ্ট হয়ে গেল, করোনা সংক্রমণের বিরুদ্ধে ঠিক কতটা কার্যকর এই টিকা?

ট্রায়ালের ফলাফল

  1. করোনা সংক্রমণ রুখতে কোভ্যাক্সিন প্রায় ৭৭.৮ শতাংশ কার্যকর।
  2. টিকা উৎপাদক সংস্থা ভারত বায়োটেকের দাবি, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন।
  3. সার্স কোভ-২ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম এই টিকা।
  4. ডেল্টা ছাড়া B.1.617.1 (কাপা), B.1.1.7 (অ্যালফা), B.1.351 (বিটা), P2- B.1.1.28 (গামা) ভ্যারিয়েন্টের উপরও কার্যকর কোভ্যাক্সিন।
  5. কোভ্যাক্সিনের ট্রায়ালকে দেশের সবচেয়ে বড় ট্রায়াল বলে দাবি করেছে ভারত বায়োটেক।

covax

অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে ৬০ শতাংশ কার্যকরী বলে দেখা গেছে। আর কেন্ট ভ্যারিয়েন্ট ঠেকাতে সেটি ৬৬ শতাংশ কার্যকরী।

ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার দুইটি ডোজ ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সক্ষম বলে একটি গবেষণায় বেরিয়ে এসেছে।  এই দুইটি টিকার যে কোনোটির দুই ডোজ নেয়া হলে তা কেন্ট ওয়ান ভ্যারিয়েন্টের মত (ইউকে ভ্যারিয়েন্ট) ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও সুরক্ষা দিতে পারে।  তবে প্রথম ডোজ নেয়ার তিন সপ্তাহ পরে এসব টিকা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৩৩ শতাংশ সক্ষম বলে দেখা গেছে।  তবে কেন্ট ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এটি ৫০ শতাংশ সক্ষম বলে দেখা গেছে।



গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান, পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু এড়াতে এসব টিকা আরও বেশি কার্যকরী বলে দেখা গেছে।  ফাইজারের টিকা দ্বিতীয় ডোজ দেয়ার পর সেটি ভারতীয় ভ্যারিয়েন্টের লক্ষণ ঠেকাতে ৮৮ শতাংশ কার্যকর বলে দেখা গেছে। আর কেন্ট ভ্যারিয়েন্ট (ইউকে ভ্যারিয়েন্ট) ঠেকাতে সেটা ৯৩ শতাংশ কার্যকরী বলে প্রমাণিত হয়েছে।  অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে ৬০ শতাংশ কার্যকরী বলে দেখা গেছে। আর কেন্ট ভ্যারিয়েন্ট ঠেকাতে সেটি ৬৬ শতাংশ কার্যকরী।


No comments:

Post a Comment