Subscribe Us

Ads Here

Thursday, July 8, 2021

আর্জেন্টিনা-ব্রাজিল: মাঠের খেলার চেয়ে সোশ্যাল মিডিয়ায় দ্বন্দ্ব যখন বেশি উপভোগ্য

খেলার মান যেমনই হোক, পছন্দের খোলোয়াড় দলে থাকুক আর নাই থাকুক আর ম্যাচ যত কম গুরুত্বপূর্ণই হোক না কেন - আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হওয়া মানেই সেই খেলার আগে ও পরে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা-সমালোচনা, কাদা ছোঁড়াছুড়ি আর তর্ক-বিতর্ক।  এক সময় এই কাঁদা ছোঁড়াছুঁড়ি আর তর্ক-বিতর্ক ঘরে, বাইরে, চায়ের দোকানের আড্ডার অন্যতম প্রধান অনুষঙ্গ ছিল।


brazil in bd
বর্তমানে এই খুনসুটির নতুন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক।  আপনি যদি ফেসবুক ব্যবহারকারী হন এবং খেলা নিয়ে সামান্যতম আগ্রহী নাও হন - ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা থাকলে ফেসবুকে দুই দলের সমর্থকদের উত্তপ্ত আলোচনা আপনার চোখে পড়বে, তা মোটামুটি নিশ্চিত।  কাজেই ১৪ বছর পর একটি বড় টুর্নামেন্টের ফাইনালে যখন আর্জেন্টিনা আর ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে, তখন দু'দলের সমর্থকরা যে সোশাল মিডিয়ায় বাকযুদ্ধ, ট্রল আর ব্যঙ্গাত্মক মিম তৈরির প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়বেন, তা বলাই বাহুল্য।

No comments:

Post a Comment